Chere Jas Na Lyrics by Rishi Panda : Bengali Song Chere Jas Na Song Is Sung by Rishi Panda. Starring: Sudipta, Monalisa, Subhadeep And Shreyasi. Lyrics In Bengali Written by Shreyam Acharya. Song : Chere Jas Na Vocal, Music & Mixing : Rishi Panda Lyrics : Shreyam Acharya Videography : Subhadip Mondal Concept : Sutadip Pati Chere Jas Na Song Lyrics In Bengali: ভালোবেসে, ছোট্ট তারা ভীতু ভীষণ, দিশেহারা মেঘলা ঠোঁটে, আস্কারা দেয় মন অল্প আঁঠায়, ডাকনামে প্রেম পাঠালাম, হলদে খামে দুপুরের ক্লাসে, লুকোচুরি করে মন ছেড়ে যাস না আমায় দূরে যাস না আমার, ছেড়ে যাস না আমায় ভুলে যাস না আমায়।। সন্ধ্যের শহর প্রেমে ডুবে যায় চাঁদে মেঘ জমে এসে গালে চুমু খায়, রূপকথারা মিথ্যে হলে ভোরের স্বপ্ন গুলো গল্প বলে যায়। জমা থাক যত হাসি তোমার বুকের মলাটে ছুঁয়ে বল ভালোবাসি ঠোঁটে লালের জমাটে। ছেড়ে যাস না আমায় দূরে যাস না আমার, ছেড়ে যাস না আমায় ভুলে যাস না আমায়।। চাঁদের সাথে, ছোট্ট তারা ঘুমিয়ে যখন, ব্যস্ত পাড়া বালিশ...
Bangla Song Lyrics
Lyrics of bengali hit songs forever free