Tui Amar (তুই আমার) | Maradonar Juto | Amartya | Susmita | Rupak | Savvy | Prasen | Mainak | hoichoi
Tui Amar Lyrics from Maradonar Juto : Song Tui Amar Is Sung by Rupak Tiary from Bengali Movie Maradonar Juto. Starring: Amartya Ray, Susmita Chatterjee, Joydeep Mukherjee, Anirban, Sujan Neel Mukherjee And Others. Song Lyrics In Bengali Written by Prasen And Music Composed by Savvy. Song : Tui Amar Film : Maradonar Juto Singer : Rupak Tiary Music : Savvy Lyrics : Prasen Director : Mainak Bhaumik Label : SVF Music Tui Amar Song Lyrics In Bengali : তুই তুই তুই হয়ে যা না, ঘুমপাড়ানি কোন এক নিরালা। তুই তুই তুই বয়ে যা না, রাত্রি জাগা কোন সুর লাগাম ছাড়া। পুড়ে নিতে আমি জানি তোর আগুনের আবছায়ায়, এমনিতেও অভিমানী তোর কাজলেরা চোখের পাতায়। সব মিলিয়ে বুঝে ফেলি তুই আমার .. তুই তুই তুই হয়ে যা না, ঘুমপাড়ানি কোন এক নিরালা। পেন-পেন্সিলে খুনসুটি গুলো যদি তোর মনে থাকে, এই তো সেদিনের রূপকথারা আজ হাতছানি দিয়ে ডাকে। মিথ্যে খেলাঘর সাজিয়েছে বেশ আমাদের ইচ্ছেগুলো, সত্যি আর ভুলের বোঝাবুঝি সব শেষ পথে জলে গেল। সব মিলিয়ে বুঝছি আমি হতচ্ছাড়া। ...