Song : Ami Juan Ekta Maiya
Singer : Kangalini Sufia
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া,
ও সে যৌবনজালা মিটায় নারে
মরে কুকাইয়া, ও সে
যৌবনজালা মিটায় নারে মরে কুকাইয়া
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া।
বুড়া জামাইয়ের কাছে বাবা
আমায় দিছে বিয়া,
ও সে যৌবনজ্বালা মিটায় না রে
মরে কুকাইয়া, ও সে
যৌবনজ্বালা মিটায় নারে মরে কুকাইয়া
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া।
বুড়ায় আকিজ বিরি খাইয়া শেষে
খেক্কের খেক্কের কইরা কাশে,
বুড়ায় আকিজ বিরি খাইয়া শেষে
খেক্কের খেক্কের কইরা কাশে,
হায়রে,
কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া
বুড়ার কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া,
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া,
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া।।
শক্তি নাইরে হাতে পায়ে
শক্তি নাইরে বুইড়ার গায়ে
তেল মাখতে হয় হাতে পায়ে,
শক্তি নাইরে বুইড়ার গায়ে
তেল মাখতে হয় হাতে পায়ে,
ওরে ম্যাশিন খানা গেছে তাহার অচল হইয়া
ওরে ম্যাশিন খানা গেছে তাহার অচল হইয়া,
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া,
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া।।
বুড়ায় মাঝে মধ্যে রাগ করিয়া
না খাইয়া থাকে শুইয়া,
বুড়ায় মাঝে মধ্যে রাগ করিয়া
না খাইয়া থাকে শুইয়া,
ও সে ঘুমের চোখে মুতিয়া দেয়
বিছানা ভিজাইয়া,
ও সে ঘুমের চোখে মুতিয়া দেয়
বিছানা ভিজাইয়া,
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া।
বুড়া জামাইয়ের কাছে বাবায়
আমায় দিছে বিয়া,
ও সে যৌবনজালা মিটায় নারে
মরে কুকাইয়া, ও সে
যৌবনজালা মিটায় নারে মরে কুকাইয়া
বুড়া জামাইয়ের কাছে আমায়
বাবায় দিছে বিয়া..
Bura jamaier kache amay
Babay diche biya
O se joubon jwala mitay na re
More kukaiya
Bura jamai er kache amay
Baba diche biya