Kemne Dekho Sid Kete Chor Lyrics by Dhrubo :
Kemne Dekho Sid Kete Chor Song Is Sung by Dhrubo. Ore Kemne Dekho Sid Kete Chor Ashe Ghore Lyrics In Bengali Written by Dhrubo. Music Composed by Rokon Emon.
Song : Chor
Vocal, Lyrics & Tune : Dhrubo
Music director : Rokon Emon
Vocal, Lyrics & Tune : Dhrubo
Music director : Rokon Emon
Kemne Dekho Sid Kete Chor Song Lyrics In Bengali :
ভাইরে ভাই কেমনে দেখো
ওরে কেমনে দেখো চোর আসে যায়
যখন আমি থাকি ঘুমায়ে,
আর জাগার সাথে সাথে
কিছু বোঝার আগে
কেমনে কেটে পড়ে,
ও ভাইরে ভাই কেমনে দেখো
চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে
যায় ভিন্ন প্রকারে,
চোর ভিন্ন রূপে, আসে ভিন্ন ভাবে
যায় ভিন্ন প্রকারে,
আর ভিন্ন কৌশলে, কেমনে চুরি করে,
আমার অগোচরে।
ও ভাইরে ভাই কেমনে দেখো
ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত
ক্ষণে শূন্য হাতে ফিরে,
চোরের ক্ষণে উদয়, চোরের ক্ষণে অস্ত
ক্ষণে শূন্য হাতে ফিরে,
এই শূন্য ঘরে কিছু পাবে না সে,
কেমনে বোঝাই আমি তারে।
ও ভাইরে ভাই কেমনে দেখো
ভাইরে ভাই কেমনে দেখো
ওরে কেমনে দেখো চোর আসে যায়
যখন আমি থাকি ঘুমায়ে,
আর জাগার সাথে সাথে
কিছু বোঝার আগে
কেমনে কেটে পড়ে,
ও ভাইরে ভাই কেমনে দেখো
ভাইরে ভাই কেমনে দেখো
কেমনে দেখো সিঁদ কেটে চোর আসে এ ঘরে লিরিক্স - ধ্রুব :
Ore kemne dekho
Jokhon ami thaki ghumaye
Aar jagar sathe sathe
Kichu bojhar agey
Kemne kete pore
O bhai re bhai kemne dekho