Amay Bhule Jawa Sohoj Noy Lyrics by Raihan Rahee : Amay Bhule Jawa Sohoj Noy Song Is Sung by Raihan Rahee. Amay Vule Jaoa Sohoj Noy Lyrics In Bengali Written by Raihan Rahee. Song : Amay Bhule Jawa Sohoj Noy (Title: 101) Vocal, Tune & Lyrics : Raihan Rahee Amay Bhule Jawa Sohoj Noy Song Lyrics In Bengali : আমায় ভুলে যাওয়া সহজ নয়, যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা, কিংবা, জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা, আমাকে ছাড়া সবই - চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম, মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট, আমাকে ভুলে যাওয়া সহজ নয় যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে, মনে হয়, এসব নিত্যনতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়, আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয় যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো ভুলে যাওয়া সোজা নয়। আমার ফটোকপি করা শিট ...