Khunsuti Lyrics by Minar Rahman : Khunsuti Song Is Sung by Minar Rahman. Music Arranged by Sajid Sarker. Music Composed by And Khunshuti Lyrics In Bengali Written by Minar Rahman. Song : Khunsuti vocal, Lyrics, Tune & Composition : Minar Rahman Music Arrangement : Sajid Sarker Label : CD Choice Khunsuti Song Lyrics In Bengali : কেন অবাক হয়ে আমি পথের বাঁকে দাঁড়িয়ে তুমি জোছনা হয়ে একা কোথায় বলো হারিয়ে? কেন তোমার আমার এতো গল্প-সল্প আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে আর মেঘের মাঝে শত ভাবনা গুলো ডুবে, কেনো তোমার চোখে আমার স্মৃতি উড়ে আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে। কেন পারিনা, ভুলতে পারি না আজ তোমাকে? মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে। আবার দেখা হবে, ফের কথা হবে খুনসুটি হবে আবার, গল্পরা রবে, আবার কিছু হাসি, কিছু কান্না একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে। আজ শহর জুড়ে নেই কারোর মুখে নেই হাসি বাতাস জুড়ে অভিমান রাশি রাশি, তাই তোমার আমার যত গল্প-সল্প আজ হঠাৎ করে সবই হলো অল্প। কেন পারি না, ভুলত...