Meghoboron Lyrics by Tanjib Sarowar : Meghoboron Song is Sung by Tanjib Sarowar Bangla Song. Music Composed by Sajid Sarkar And Megheder Paal Tule Jabo Nurer Kheyay Lyrics In Bengali Written by Tanjib Sarowar. Song : Meghoboron Vocal, Lyrics & Tune : Tanjib Sarowar Music : Sajid Sarkar Label : Agniveena Meghoboron Song Lyrics In Bengali : সুখ বহে বাতাসে বৃষ্টি এলে যদি এ লগন দেয় জড়ায় দুজনায়, হাজার ফোটার এই রাত শুধু প্রেম জেগে থাক একই সুরে, মেঘেদের পাল তুলে যাবো নূরের খেয়ায়, বাঁধ মেঘবরনে আবেশে ভালবেসে। মেঘেদের পাল তুলে যাবো নূরের খেয়ায়, বাঁধ মেঘবরনে আবেশে ভালবেসে, ভালবাসি। একা একা কথা বলা বৃষ্টির সাথে নিমগ্ন নীড় ভোলা বর্ষা স্রোতে বাড়ছে আকাশ কালো বাড়ছে সময় ফেরার পথেই নত শুধু নোনা জল। ছুঁয়ে দাও তুমি আজ উত্তালী বর্ষাতে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তখনি হার মানবে। হাজার ফোটার এই রাত শুধু প্রেম জেগে থাক একই সুরে.. মেঘেদের পাল তুলে যাবো নূরের খেয়ায়, বাঁধ মেঘবরনে আবেশে ভালবেসে। মেঘেদের পাল তুলে যাব নূরের খেয়ায়, বাঁধ মে...