Se Hese Hese Lyrics by Chamok Hasan : Se Hese Hese Bengali Palindrome Song Is Sung by Chamok Hasan. Song : Se Hese Hese Vocal, Music & Lyrics : Chamok Hasan Se Hese Hese Song Lyrics In Bengali: বাংলা প্যালিন্ড্রোম গান সে হেসে হেসে ছেলেখেলা খেলেছে, কেন মম মনকে ছেড়ে গল্প গড়েছে, না মানে মানা না সে আর আসে না, না মানে মানা না সে আর আসে না, ছেড়ে জুড়ি পারে দূরে পাড়ি জুড়েছে। কত শত শতক ওরে ফিরে কি সে কিরে ফিরেও? কত কথা কতক- ওরে সুর, তা নাচে না তার সুরেও থাক সে কথা তার বা কী বারতা? যারে সরে সরে যা, না মানে মানা না সে আর আসে না, না মানে মানা না সে আর আসে না, ছেড়ে জুড়ি পারে দূরে পাড়ি জুড়েছে। সে হেসে হেসে ছেলেখেলা খেলেছে, কেন মম মনকে ছেড়ে গল্প গড়েছে, না মানে মানা না সে আর আসে না, না মানে মানা না সে আর আসে না, ছেড়ে জুড়ি পারে দূরে পাড়ি জুড়েছে। Se Hese Hese Lyrics | (সে হেসে হেসে) | Palindrome Song | Chamok Hasan সে হেসে হেসে লিরিক্স - চমক হাসান : Se hese hese Chelekhela kheleche Keno...