Ek Purono Masjide Lyrics : Ek Purono Masjide Lyrics From Zulfiqar Bengali Movie. The Song Is Sung by Nachiketa Chakraborty Music Composed By Anupam Roy. Starring By Prosenjit Chatterjee, Dev, Parambrata Chatterjee, Jisshu Sengupta And Others. Movie Name - Zulfiqar Singer - Nachiketa Chakraborty Music & Lyrics - Anupam Roy Director - Srijit Mukherji Banner - Shree Venkatesh Films Ek Purono Masjide Lyrics In Bangla: এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে (x2) কলের পুতুল কলের গান, জমলো শুধু অভিমান রাজার হলো খুব অসুখ, জ্বললো বাড়ি ভাঙলো বুক রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ। এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে। একে একে খসলো সবই, হাসল শুধু সিংহাসন হিংসা যাকে বাসল ভালো, মানবে কেন সেই বারন এক নিমেষে বন্ধু যাকে, ভাবলে তারও রঙ বদল যার হাসিতে পড়লে ধরা, খেলা শেষে সেও নকল এরই মধ্যে হাঁটছি দেখো, সূর্য ডোবার দিনগুলো এরই মধ্যে বাঁচতে শেখায়, ফাঁকা রাস্তার এই ধুলো। এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে। কলের পুতুল কলের গান...